"যবে ভোরের কুন্দ-কলি মেলিবে আঁখি
ঘুম ভাঙায়ে হাতে বাঁধিও রাখি।।
রাতের বিরহ যবে
প্রভাতে নিবিড় হবে
অকরুণ কলরবে গাহিবে পাখি"।।
---------কাজী নজরুল ইসলাম
ঘুম ভাঙায়ে হাতে বাঁধিও রাখি।।
রাতের বিরহ যবে
প্রভাতে নিবিড় হবে
অকরুণ কলরবে গাহিবে পাখি"।।
---------কাজী নজরুল ইসলাম
বৈজ্ঞানিক নাম- Jasminum pubescens (Syn. J. multiflorum)
অন্যান্য নাম- Indian jasmine, star jasmine, winter jasmine, MeghaMallika( Sanskrit )
ভারত উপমহাদেশীয় প্রজাতি। লতানো ধরণের চিরসবুজ ঝোপ। পাতা ও কচি ডাল রোমশ। পাতা একক, ৩-৬ সেমি লম্বা, উপর মসৃণ, নিচ রোমশ। শীত, বসন্ত ও গ্রীষ্মে ফুল ফোটে। পাশের ছোট ছোট ডালে গুচ্ছ গুচ্ছ সাদা রঙের সিঙ্গেল বা ডাবল ৩ সেমি চওড়া ফুল, গন্ধহীন। দলের আগায় ৭-৯ টি পাপড়ি, চোখা বা ভোতা। তথ্যসূত্র- ফুলগুলি যেন কথা, উইকিপিডিয়া, জুঁই নামের আরেক ফুল(লেখা- ফারুখ আহমেদ, দৈনিক সমকাল, ১৫ অক্টোবর ২০১৪),amigos flower adoration ইত্যাদি
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন