|
|
Flowers |
|
জগৎ: |
Plantae |
(শ্রেণীবিহীন): |
Angiosperms |
(শ্রেণীবিহীন): |
Eudicots |
(শ্রেণীবিহীন): |
Rosids |
বর্গ: |
Fabales |
পরিবার: |
Fabaceae |
গণ: |
Phanera |
প্রজাতি: |
P. variegata |
দ্বিপদী নাম |
Phanera variegata |
রক্ত কাঞ্চন বৈজ্ঞানিক নাম :-:
Phanera variegata ইংরেজি নাম :
orchid tree, camel's foot tree, kachnar and mountain-ebony) এক প্রকারের বৃক্ষ। এরা দেবকাঞ্চনের
চেয়ে আকারে ছোট, পাতার গড়ন তদ্রূপ, অর্থাৎ ডগার দিকে দুই ভাগে বিভক্ত, দ্বিপত্র ও ভোতা। বসন্তে প্রায় নিষ্পত্র গাছ বেগুনি রঙের সুগন্ধি
ফুলে ভরে যায়। ৫ পাপড়ির মধ্যে একটি বড় ও গাঢ় রঙের, তাতে কারুকার্য। ফল
শিমের মতো। একটি সাদা ফুলের প্রকারভেদও আছে। বীজে চাষ। কলমও ধরে। ভারতীয়
প্রজাতি।
বসন্ত শেষে সমস্ত গাছ মৃদু সুগন্ধযুক্ত ফুলে ফুলে ভোরে ওঠে। কাঞ্চন সাদা ও ঘিয়ে রঙের ও হয়। এগুলির গঠন ও আলাদা, সুগন্ধও নেই।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন