সোমবার, ৭ নভেম্বর, ২০১৬

কেমন আছিস মা,কতদিন তোকে দেখিনি,..... সোনা মা আমার। আমি জানি বাপিকে আর মা কে ছাড়া তোর ও মন খারাপ , আমরাও একটুও ভালো নেই রে মা।  কালীপুজোর পর বৃষ্টি হয়ে দু দিন ধরে বেশ ঠান্ডা পড়েছে, এটা কিন্তু তোর পক্ষে খুব খারাপ , প্রতিবার এই সময় তোর ঠান্ডা লাগে, সাবধানে থাকিস মা,ওখানে কিন্তু বাপী নেই যে সব সামলে নেবে। একদম দুস্টুমি করবে না কিন্তু,ঠাম্মি দাদুর সব কথা শুনে চলবে, ওদের দুজনেরই কিন্তু পা ভাঙা, তোমার সাথে দৌড়োতে পারবে না ,সব কথা শুনে একদম সোনা মেয়ে হয়ে থাকবে।
    জানিস মা,কাল হাতি এসেছিলো, তোর মনে আছে মা একবার হাতি দেখতে দেখতে কতদূর চলে গিয়েছিলি, মা খুঁজে এনেছিল,........ তিতান আর তিতাস কে ডেকে হাতি দেখিয়েছি ,পুচু ঘুমাচ্ছিলো তাই দেখতে পায়নি।  জানিস মা, পুচু অনেক বড় হয়ে গেছে ,অনেক কথা বলতে পারে, গান শুনলেই নাচে, তোর ফটো দেখলেই বলে" তেললি " ........  ছাদের রেলিং এ বসে তুই যে গাছটার কুল পেড়ে খেতিস,সেই কুল গাছটাও অনেক কাছে চলে এসেছে, আজ দেখলাম, ছাদ থেকেই কুল পাড়া যাবে আর রেলিং এ চড়তে হবে না। কিন্তু তুই না থাকলে কে  আর কুল পারবে।
     মা, দুর্গাপুজো,কালীপুজো সব চলে গেল, আমরা কেউ বেরোইনি ,আমার সোনা মা কে ছাড়া কি বেরোনো যায় ? আমার তিতলি মা কাছে নেই তাই আমি আর তোর মা আর  কোথাও বেরোবো না , কোনোদিন না।
  মা তুই রাতে নিশ্চই ঠাম্মির কাছে শুস্, ঠাম্মির সাথেই বকবক করিস তো?চুপিচুপি তোকে বলি, ঠাম্মি অনেক ভালো ভালো গল্প জানে, ছড়া জানে, ছোটবেলায় তুই চুপ করে শুনতিস , ঠাম্মি কে বলবি,অনেক গল্প বলবে।......
মাম,তুই যেদিন চলে গেলি , সেদিন তোর বায়না করা চন্দ্রপভা গাছটা এসেছিলো,ফুলগুলো তোকে দিয়েছিলাম ,মনে আছে? আজ দেখলাম আবার সেই গাছটায় কুড়ি ধরেছে। তোর ভালো লাগছে মাম ? ভেবেছিলাম আর কোনোদিন ফুল গাছ লাগাবো না, সেদিন ভীড়ের চাপে তোর বাগান তছনছ হয়ে গিয়েছিল,আজ দেখলাম,তোর হাসনুহেনায় কচি পাতায় ভরে  উঠেছে, হয়তো কয়েকদিন পরেই ফুল ফুটবে , রঙ্গন,রাজরঙ্গন,ঝুমকোলতা ,মাধবীলতা,সব গাছে ফুল ফুটেছে।
আমি ঠিক করেছি, আবার ফুল ফুটবে তোর বাগানে, ঠিক আগের মতোই। আমি আজ সারাদিন বেরোই নি , শিশিরকাকাকে  ডেকে আজ তোর বাগান রেডি করলাম মা, তুই খুশি তো মা ?
   সামনে শীত আসছে, খুব সাবধানে থাকতে হবে মা, আমি তো নেই ওখানে ,আগের মতো ঠান্ডা লাগিয়ে শ্বাসকষ্ট শুরু হলে ঠাম্মি দাদু খুব মুস্কিলে পরে যাবে।  সোনা মেয়ে হয়ে থাকিস মা, কাতুমা , ঠাম্মি দাদু, সবার কথা শুনবে।  কষ্ট পাস্ না মা, আমি আর তোর মা যত তাড়াতাড়ি সম্ভব ওখানে চলে যাবো, তখন সবাই মিলে খুব মজা করবো,আবার আগের মতো ঘুরে বেড়াবো।
ভালো থাকিস মা,তোর প্রিয় চাঁদ,তারা,ফুল,পাখি আর প্রজাপতিদের সাথে।  আমাদের অনেক আদর আর চুমু রইলো তোর জন্য ,.................... 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন