রবিবার, ২ অক্টোবর, ২০১৬

"...মাছরাঙাটির সাথী ম’রে গেছে- দুপুরের নিঃসঙ্গ বাতাসে
তবু ঐ পাখিটির নীল লাল কমলা রঙের ডানা স্ফুট হ’য়ে ভাসে
আম জাম জামরুলে প্রসন্ন প্রাণের স্রোত- অশ্রু নাই- প্রশ্ন নাই কিছু,
ঝিলমিল ডানা নিয়ে উড়ে যায় আকাশের থেকে দূর আকাশের পিছু;
চে’য়ে দেখি ঘুম নাই- অশ্রু নাই- প্রশ্ন নাই বটফলগন্ধ-মাখা ঘাসে।"
                                                                                    ~জীবনানন্দ দাশ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন