মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০১৬

লঙ্কা জবা

পাতায় পাতায় ঘাসে ঘাসে নবীন প্রাণের পত্র আসে,
পলাশ-জবায় কনক-চাঁপায় অশোকে-অশ্বত্থে॥
                                           ------রবীন্দ্রনাথ ঠাকুর


আমাদের দেশে জবা ফুলের নানা জাতের মধ্যে লঙ্কা জবা বাগানে শোভাবর্ধক হিসেবে রোপণ করা হয়। আমাদের দেশের প্রায় সবখানেই অনায়াসে এ ফুল জন্মে। বিশেষ করে গ্রামাঞ্চলেই এ ফুল বেশি চোখে পড়ে। এদের ফুল দেখতে লাল লঙ্কা বা পাকা মরিচের মত বলে একে মরিচ জবা বলেও ডাকা হয়। অনেকে কলি জবা নামেও ডাকে। মরিচ জবার ইংরেজি নাম Turk's cap, Wax mallow, Texas mallow, Sleeping hibiscus ও বৈজ্ঞানিক নাম Malvaviscus aboreus.
ক্রান্তীয় আমেরিকার প্রজাতি। ডালপালা এবং পাতা অবিকল জবার মতোই। ২.৫ মিটার উচু, ঝোপালো গাছ, ডালপালা এলানো স্বভাবের। প্রায় সারা বছরই ফুল ফোটে, বেশি ফোটে শরতে ও শীতের শুরুতে। ফুল ঝুলন্ত, আকৃতি মরিচের মতো, ৫-৬ সেমি লম্বা, গাঢ় লাল ও সাদা দুইটি ভ্যারাইটি।

শীতের প্রথম দিকে যখন অন্যান্য ফুল পাওয়া যায় না তখন লঙ্কা জবা ফোটে। তাই এর চাহিদাও থাকে বেশি। পূজোর ফুল হিসেবে এবং মালা তৈরির জন্য এ ফুলের খুব সমাদর। ফোটা ফুল বেশ কিছু দিন গাছে টিকে থাকতে পারে। একই সাথে অনেক ফুল ফোটে, তাই খুব সহজেই এরা নজর কাড়তে পারে।

" মনের রঙ লেগেছে বনের পলাশ জবা অশোকে
রঙের ঘোর জেগেছে পারুল কনক-চাঁপার চোখে॥"
                                         ---------- নজরুল ইসলাম 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন