রঙ্গনের আরেক নাম রুক্মিণী। উদ্ভিদবিদ্যায় নাম Ixora। আমাদের ছবির ফুলটি Ixora perviflora হবে। এর উচ্চতা আট-দশ হাত হবে। উচ্চতার বিচারে এর বেশির ভাগ গাছ ছোট গুল্মজাতীয় গাছের আওতায় পড়বে। এর প্রজাতির সংখ্যা প্রচুর।
চিরাচরিত রঙ্গনের ফোটার সময় গ্রীষ্ম ও বর্ষাকাল। এদের সবার ফুল ফোটে থোকায় থোকায়। একেকটি থোকায় প্রচুর ফুল থাকে । ফুল ফোটা শেষ হয়ে গেলে গাছ হালকাভাবে ছেঁটে দেওয়া উচিত ।
রঙ্গনের ফোটার সময় গ্রীষ্ম হলেও সুরভি রঙ্গন ফোটে বসন্তে। সুরভি রঙ্গনের ফুলের থোকায় অনেক মরা ফুল। থোকায় বেশি ফুল মননিবন্ধ থাকে বলে বাসি ফুলগুলো ঝরে পড়তে পারে না। আটকে থাকে। সুরভি রঙ্গন ও লাল রঙ্গনের খুব ভালো বেড়া, ঘন-ছোট ঝোপ করা যায়। আবার নয়-দশ ইঞ্চি করে কেটে মোটা গুঁড়ি করে ফুল ফোটানো রঙ্গনের সৌন্দর্যের খুব কদর।
আমি যখন ক্লাস এইট এ পড়ি ,তখন আমাদের স্কুল জিরাট কলোনী হাই স্কুলে মাস্টারমশাইদের সহযোগিতায় আমরা বাগান করলাম, নাম দেওয়া হলো ,রবীন্দ্র উদ্যান,নজরুল উদ্যান ও সুকান্ত উদ্যান। টিচার্স রুমের ঠিক সামনে লাগান হলো একটি সুরভিত সাদা রঙ্গনের গাছ , আমরা স্কুল ছেড়ে চলে আসার পর ও অনেকদিন সেই বাগান ছিল , কমতে কমতে এখন সেই তিনটি উদ্যানের আর অস্তিত্ব নেই।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন