রবিবার, ২ অক্টোবর, ২০১৬

করবী

'যখন বিদায়-বাঁশির সুরে সুরে
শুকনো পাতা যাবে উড়ে সঙ্গে কে র'বি ।'
'আমি রব, উদাস হব ওগো উদাসী,
আমি তরুণ করবী ।'
~রবীন্দ্রনাথ ঠাকুর 


  করবী দক্ষিণ-পূর্ব এশিয়ার গাছ। সম্পূর্ণ গাছ বিষাক্ত। সুন্দর ফুলের জন্য বাগানে লাগানো হয়। লাল(রক্তকরবী), সাদা(শ্বেতকরবী) আর গোলাপি রঙের ফুল গাছ পাওয়া যায়।
গাছ সাধারণত গোড়া থেকে ওঠা অনেকগুলো ডালের একটি ঝোপ তৈরি করে। ডালের উপরের দিকে পাতা থাকে আর থাকে পাঁচ পাপড়ির ফুল। গোলাপি রঙের করবী ফুলের ডাবল ফুলের জাত আছে, একে বলে পদ্মকরবী। পদ্মকরবীর পাপড়ি অনেকগুলো, দেখতেও সুন্দর। প্রায় সারা বছরই করবী ফুল ফোটে। গাছের মূল, কান্ড, পাতা, ফুল, ফল- সবই বিষাক্ত।

বৈজ্ঞানিক নাম- Nerium oleander(Syn. Nerium indicum)
পরিবার- Apocynaceae
অন্যান্য নাম- Oleander, nerium Nerium গণের একমাত্র প্রজাতি Nerium oleander।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন