বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০১৬

মেক্সিকান সুন্দরী পিটুনিয়া,

ছুটির দিনে আমি আর তিতলি প্রায়ই চলে যেতাম নার্সারি তে,নতুন কি এল দেখার জন্য , ২ বছর আগে একদিন দেখা পেলাম পিটুনিয়ার ,খুব মিষ্টি দেখতে দুই রঙের দুটো চারা নিয়ে এলাম বাড়িতে।
মেক্সিকান সুন্দরী পিটুনিয়া,.বিশেষ যত্নের প্রত্যাশী নয়।  প্রচুর চারা হয় গাছের আশেপাশে , ছায়া জায়গাতেও হয় ,তবে ফুলের আয়ু খুব কম, মাত্র কয়েক ঘন্টা।










ইংরেজি নাম --- Britton's wild petunia / Mexican petunia / Mexican bluebell
বৈজ্ঞানিক নাম --- Ruellia simplex
পরিবার --- Acanthaceae

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন