"সুন্দর বটে তব অঙ্গদখানি তারায় তারায় খচিত--
স্বর্ণে রত্নে শোভন লোভন জানি বর্ণে বর্ণে রচিত॥ "
গত বছরের এক শীতের সকালে একটা কাজে যাচ্ছিলাম নদীয়া জেলার রানাঘাট, সঙ্গী আমার স্কুটার। নদীর ধরে সিঙ্গেল পাকা রাস্তা,শীতের সকালের মিষ্টি রোদ গায়ে মেখে চলেছি , ফুলিয়ার কাছাকাছি একটা জায়গায় থামতে বাধ্য হলাম। একটা পাঁচিল ঘেরা বাড়ি,সম্ভবত কেউ থাকে না , বাড়িটার গেটে রূপের আগুন জ্বেলে দাঁড়িয়ে আছেন এক সুন্দরী।
এই ব্রাজিলীয়ান সুন্দরীর নাম সোনাঝুরিলতা ,রূপের গর্বে বড়োই গরবিনী আহ্লাদী এই সুন্দরী। শীতের শুরুতে সারা শরীর জূড়ে আগুন জ্বালিয়ে চোখ ঝলসে দেন এই রূপকুমারী, আমি মোহিত হলাম ,ইচ্ছে হলো এই জ্বলন্ত সুন্দরীর সামনে নতজানু হয়ে বলি ,.................................
'ও রূপের আগুন লাইগাছে মনে
পইড়াছি জ্বালায় আমি নিভাইলেও নিভে না ।
না মানে শাসন না মানে বারণ,
তোমারই প্রেমে কন্যা হইয়াছি দিওয়ানা ।।
তোমারই প্রেমে কন্যা হইয়াছি দিওয়ানা ।।
প্রেমেরই কারণে কত যে গুণীজন
হইয়াছে দিওয়ানা কিতাবেরই লিখন
কিতাবেরই কথা জানে যে সকলে
রসিয়া বন্ধু বলো না তা হলে
লাইলি মজনুর মত পিড়িত করে কয়জনা।।
ফুলের নাম- সোনাঝুরিলতা
বৈজ্ঞানিক নাম-Pyrostegia venusta
পরিবার-Bignoniaceae
অন্যান্য নাম- Flame Vine, Golden Shower, Orange Trumpet Creeper
ব্রাজিলের প্রজাতি, ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে। নমনীয়, পত্রমোচী, ঝুলন্ত শাখাবহুল লম্বা লতা। শীত ও বসন্তে ফুল ফোটে। নিষ্পত্র লতার ঝাড় তখন সোনালী ফুলে ভরে যায়।
ফুলটির উজ্জ্বল লালচে কমলা রঙ অনেক দূর থেকেই আমাদের নজর কাড়ে। প্রস্ফুটনকাল শীত-বসন্ত হলেও আমাদের দেশে শীতের প্রারম্ভেই ফুল ফোটে এবং এ শোভা দীর্ঘস্থায়ী। বসন্তে ফুটলেও তা বিক্ষিপ্ত। গাছ একটানা প্রায় ৭৫ মিটার পর্যন্ত দীর্ঘ হতে পারে। যৌগপত্র ১-পক্ষল, জোড়পক্ষ, ওপর মসৃণ, ৪ থেকে ৭ সেমি লম্বা, শীর্ষ পত্রিকা শাখায়িত এবং আকষীতে রূপান্তরিত। ঝুলন্ত মঞ্জরির ফুলগুলো নলাকার, প্রায় ৫ সেমি লম্বা, কিছুটা বাঁকা, মুখ বিভক্ত, গন্ধ নেই। ফুল ফোটা শেষ হলে শুকনো ডালপালা ও ডাঁটা ছেঁটে ফেলা ভালো। বংশবৃদ্ধি দাবাকলমে।
স্বর্ণে রত্নে শোভন লোভন জানি বর্ণে বর্ণে রচিত॥ "
গত বছরের এক শীতের সকালে একটা কাজে যাচ্ছিলাম নদীয়া জেলার রানাঘাট, সঙ্গী আমার স্কুটার। নদীর ধরে সিঙ্গেল পাকা রাস্তা,শীতের সকালের মিষ্টি রোদ গায়ে মেখে চলেছি , ফুলিয়ার কাছাকাছি একটা জায়গায় থামতে বাধ্য হলাম। একটা পাঁচিল ঘেরা বাড়ি,সম্ভবত কেউ থাকে না , বাড়িটার গেটে রূপের আগুন জ্বেলে দাঁড়িয়ে আছেন এক সুন্দরী।
এই ব্রাজিলীয়ান সুন্দরীর নাম সোনাঝুরিলতা ,রূপের গর্বে বড়োই গরবিনী আহ্লাদী এই সুন্দরী। শীতের শুরুতে সারা শরীর জূড়ে আগুন জ্বালিয়ে চোখ ঝলসে দেন এই রূপকুমারী, আমি মোহিত হলাম ,ইচ্ছে হলো এই জ্বলন্ত সুন্দরীর সামনে নতজানু হয়ে বলি ,.................................
'ও রূপের আগুন লাইগাছে মনে
পইড়াছি জ্বালায় আমি নিভাইলেও নিভে না ।
না মানে শাসন না মানে বারণ,
তোমারই প্রেমে কন্যা হইয়াছি দিওয়ানা ।।
তোমারই প্রেমে কন্যা হইয়াছি দিওয়ানা ।।
প্রেমেরই কারণে কত যে গুণীজন
হইয়াছে দিওয়ানা কিতাবেরই লিখন
কিতাবেরই কথা জানে যে সকলে
রসিয়া বন্ধু বলো না তা হলে
লাইলি মজনুর মত পিড়িত করে কয়জনা।।
ফুলের নাম- সোনাঝুরিলতা
বৈজ্ঞানিক নাম-Pyrostegia venusta
পরিবার-Bignoniaceae
অন্যান্য নাম- Flame Vine, Golden Shower, Orange Trumpet Creeper
ব্রাজিলের প্রজাতি, ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে। নমনীয়, পত্রমোচী, ঝুলন্ত শাখাবহুল লম্বা লতা। শীত ও বসন্তে ফুল ফোটে। নিষ্পত্র লতার ঝাড় তখন সোনালী ফুলে ভরে যায়।
ফুলটির উজ্জ্বল লালচে কমলা রঙ অনেক দূর থেকেই আমাদের নজর কাড়ে। প্রস্ফুটনকাল শীত-বসন্ত হলেও আমাদের দেশে শীতের প্রারম্ভেই ফুল ফোটে এবং এ শোভা দীর্ঘস্থায়ী। বসন্তে ফুটলেও তা বিক্ষিপ্ত। গাছ একটানা প্রায় ৭৫ মিটার পর্যন্ত দীর্ঘ হতে পারে। যৌগপত্র ১-পক্ষল, জোড়পক্ষ, ওপর মসৃণ, ৪ থেকে ৭ সেমি লম্বা, শীর্ষ পত্রিকা শাখায়িত এবং আকষীতে রূপান্তরিত। ঝুলন্ত মঞ্জরির ফুলগুলো নলাকার, প্রায় ৫ সেমি লম্বা, কিছুটা বাঁকা, মুখ বিভক্ত, গন্ধ নেই। ফুল ফোটা শেষ হলে শুকনো ডালপালা ও ডাঁটা ছেঁটে ফেলা ভালো। বংশবৃদ্ধি দাবাকলমে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন