শিবঝুল
ফুলটির বাংলা নাম শিবঝুল। আবার জটার ন্যায় দেখতে তাই অন্য নাম শিবজট। ইংরেজি নাম Red Hot Cat Tail, Chenille Plant, Philippines Medusa এবং Fox Tail. বৈজ্ঞানিক নাম Acalypha hispida. এটি Euphorbiaceae পরিবারের সদস্য।
ফুলটির বাংলা নাম শিবঝুল। আবার জটার ন্যায় দেখতে তাই অন্য নাম শিবজট। ইংরেজি নাম Red Hot Cat Tail, Chenille Plant, Philippines Medusa এবং Fox Tail. বৈজ্ঞানিক নাম Acalypha hispida. এটি Euphorbiaceae পরিবারের সদস্য।
দ্রুত বর্ধনশীল গুল্ম জাতীয় উদ্ভিদ। এটি প্রায় ৬-৮ ফুট উচুঁ ও ৩-৬ ফুট
বিস্তৃত হতে পারে। পাতা বড়, ডিম্বাকার এবং উজ্জ্বল সবুজ। গ্রীষ্ম ও শরতে
পাতার ফাঁকে ফাঁকে সুদৃশ্য লম্বা ঝুলন্ত পুষ্পদন্ডে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র
লাল বা গোলাপী রংয়ের ফুল ফোটে। বীজ এবং কলমের মাধ্যমে বংশবৃদ্ধি।
আদি নিবাস হাওয়াই দ্বীপ ও ওসেনিয়া কিন্তু পরবর্তীতে উত্তর আমেরিকার মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও বেলিজ এ প্রতিস্থাপিত হয়েছে।
এটা বাগানে অথবা টবে লাগিয়ে ঘরেও রাখা হয়। তবে এই উদ্ভিদের প্রায় প্রতিটি অংশই প্রাণীদের জন্য বিষাক্ত তাই চাষের সময় সচেতন থাকতে হয়। উদ্ভিদটি একলিঙ্গী এবং স্ত্রী ও পুরুষ উদ্ভিদ স্পষ্টতই আলাদা।
ফুলের প্রকৃতি ও উজ্জ্বল রংয়ের কারণে শোভাবর্ধনকারী এই উদ্ভিদ পুষ্পপ্রেমীদের অত্যন্ত প্রিয়।
আদি নিবাস হাওয়াই দ্বীপ ও ওসেনিয়া কিন্তু পরবর্তীতে উত্তর আমেরিকার মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও বেলিজ এ প্রতিস্থাপিত হয়েছে।
এটা বাগানে অথবা টবে লাগিয়ে ঘরেও রাখা হয়। তবে এই উদ্ভিদের প্রায় প্রতিটি অংশই প্রাণীদের জন্য বিষাক্ত তাই চাষের সময় সচেতন থাকতে হয়। উদ্ভিদটি একলিঙ্গী এবং স্ত্রী ও পুরুষ উদ্ভিদ স্পষ্টতই আলাদা।
ফুলের প্রকৃতি ও উজ্জ্বল রংয়ের কারণে শোভাবর্ধনকারী এই উদ্ভিদ পুষ্পপ্রেমীদের অত্যন্ত প্রিয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন