সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৬

(বাবুই পাখি | babui pakhi )

Baya weaver (বাবুই পাখি | babui pakhi )

 

 

"বাবুই পাখিরে ডাকি বলিছে চড়াই,

 কুঁড়ে ঘরে থেকে করো শিল্পের বড়াই।

 আমি থাকি মহাসুখে অট্টালিকা পরে,

 তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ঝড়ে ... " 

 

ছোটবেলায় ছুটি পেলেই মামারবাড়ি ,'মামারবাড়ি ভারী মজা',কড়িকাঠের ফাঁকে চড়ুইপাখির বাসা ,আর বাগানের তালগাছে ওল্টানো কুঁজোর মতো সারি সারি ঝুলছে বাবুই পাখির বাসা ,.........কত নিখুঁত তার বুনন , ......... 

 


আমার খুব প্রিয় এই বাবুই পাখি আজকাল আর চোখে পড়ে না . ছোটবেলায় একটা তালগাছ ও ছিল না যেখানে বাবুই পাখির বাসা খুঁজে পেতাম না . আর আজকাল ,........ আর দেখতে পাইনা।   চড়ুই পাখি অহংকার অহংকার করেও টিকতে পারলো না আর বাবুই পাখিও  বিলুপ্ত হলো!

বাসা চোখে পড়লেই এখনো মনে মনে পড়ি "বাবুই পাখিরে ডাকি বলিছে চড়াই, কুঁড়ে ঘরে থেকে করো শিল্পের বড়াই। আমি থাকি মহাসুখে অট্টালিকা পরে, তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ঝড়ে ... "

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন