ঝুমকোলতা (প্যাসিফ্লোরা )
আমাদের প্রিয় ঝুমকোলতা আসলে বিদেশিনী,আদি নিবাস স্পেন,কিন্তু আজ আমাদের আবেগের ফুল। দেখতে অনেকটা রাখির মতো বলে কেউ কেউ রাখিফুল ও বলে। এই লতা বিশেষ যত্নের প্রত্যাশী নয়,কমবেশি সারা বছরই ফুল ফোটে। এই ফুল বিভিন্ন রঙের হয়, আমাদের ওঙ্কার ধামে ৫ রকম ভ্যারাইটি আছে।
মৃদু সুগন্ধযুক্ত ফুলটি অপূর্ব সুন্দর ,বিশেষ করে গর্ভকেশরটি।আমার মেয়ে তিতলির বড়ো প্রিয় ফুল।
আমাদের প্রিয় ঝুমকোলতা আসলে বিদেশিনী,আদি নিবাস স্পেন,কিন্তু আজ আমাদের আবেগের ফুল। দেখতে অনেকটা রাখির মতো বলে কেউ কেউ রাখিফুল ও বলে। এই লতা বিশেষ যত্নের প্রত্যাশী নয়,কমবেশি সারা বছরই ফুল ফোটে। এই ফুল বিভিন্ন রঙের হয়, আমাদের ওঙ্কার ধামে ৫ রকম ভ্যারাইটি আছে।
মৃদু সুগন্ধযুক্ত ফুলটি অপূর্ব সুন্দর ,বিশেষ করে গর্ভকেশরটি।আমার মেয়ে তিতলির বড়ো প্রিয় ফুল।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন