ফুলের নাম- সোনাপাতি/চন্দ্রপ্রভা
বৈজ্ঞানিক নাম- Tecoma stans
অন্যান্য স্থানীয় নামের মধ্যে Yellow bells, Yellow trumpet, Yellow-Elder উল্লেখযোগ্য।
এটি Bignoniaceae পরিবারে একটি উদ্ভিদ। সোনাপাতি ফুলের আদি নিবাস অ্যামেরিকা। যুক্তরাষ্ট্রের ভারজিন আইল্যান্ডের অফিসিয়াল ফ্লাওয়ার আর ব্রাহামার পুষ্পপ্রতীকে এই ফুলের ব্যবহার হয়। চিরসবুজ গাছ, মাথা কিছুটা ছড়ানো। যৌগপত্র ১-পক্ষল, পত্রিকা ভল্লাকার, ৪-১০*২-৩ সেমি, কিনার খাজকাঁটা। গ্রীষ্ম ও বর্ষায় ফুল, ডালের আগায় বড় বড় থোকায় হলুদ রঙের ফুল। দল ফানেলের আকার, ৩-৪ সেমি চওড়া। ফল শুকনো, বিদারী, ১২-২০ সেমি লম্বা, বীজ ছোট, পক্ষল। বীজ ও কলমে চাষ। প্রায় সারাবছর ফুল ফোটে এমন আরেকটি প্রজাতি- Tecoma gaudichaudi । সোনাপাতি ফুল এখন আমাদের দেশেও ব্যাপকভাবে লাগানো হচ্ছে। স্কুল, কলেজ, শখের বাগান আর রোড আইল্যান্ড এ এর দেখা যায় । আমার মেয়ে তিতলির প্রিয় ফুলগুলির মধ্যে চন্দ্রপ্রভা অন্যতম।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন