ফুলের নাম:কন্টকমুকুট/ইউফোরবিয়া মিলি/ক্রাউন অফ থ্রোর্নস'কন্টকমুকুট' বা "Crown of Thorns" বা "Christ Thorns" নামের এই
শোভাবর্ধনকারী উদ্ভিদটি প্রায় সকলেরই খুব পছন্দের। খুব বেশি যত্ন আত্তি
করতে লাগে না। তবে এটা ক্যাকটাস নয়।
ইতিহাসে বলে-- যীশু খ্রিস্টের জন্মের অনেক আগে এই গাছ মাদাগাস্কার থেকে আরব ভুখণ্ডে এসেছে। গ্রিক চিকিৎসক ইউফোরবাসের প্রতি সম্মান স্বরূপ এই উদ্ভিদ গণের নাম রাখা হয়েছে ইউফোরবিয়া। মাদাগাস্কারের পূর্ব দিকে ভারত মহাসাগরে অবস্থিত ফরাসি দ্বীপ লা রিইউনিয়নের গভর্নর ব্যারোঁ মিলিয়ঁস (Baron Milius) ১৮২১ সালে এই গাছটির সাথে ফরাসিদের পরিচয় করান। পরে তার নাম অনুসারে এর নাম রাখা হয় ইউফোরবিয়া মিলি (Euphorbia milli)। মাদাগাস্কারের স্থায়ী বাসিন্দা হলেও আমাদের দদেশের কেরালা এই গাছ পাওয়া যায় খুব বেশি পরিমাণে। কথিত আছে, কেরালায় যে ইহুদিরা বাস করেন বা করতেন তারা ইসরায়েল থেকে কাঁটামুকুট ভারতে এনেছেন।
তবে Christ Thorns নাম হওয়ার পেছনে বড়ো কারণ হলো যীশুকে ক্রুসবিদ্ধ করার সময় মাথায় এইরকম কাঁটাজাতীয় একটা মুকুট পরানো হয়েছিলো, যেটা বস্তুত খুব যন্ত্রণাদায়ক।
মাদাগাস্কার দ্বীপের স্থানীয় এ ফুলটি বাগানের শোভাবর্ধনের জন্য সারা পৃথিবীজুড়ে বর্তমানে ব্যাপকভাবে চাষ করা হয়ে থাকে।কাঁটার মুকুট উদ্ভিদটির পাতা উপবৃত্তাকার আকৃতির আর কান্ড ঘন বেগুনি বাদামী খুব তীক্ষ্ণ, কাঁটার দ্বারা আচ্ছাদিত। শাখা-প্রশাখা কম বর্ধনশীল, অরণ্যময় গুল্ম, সারা বছর ধরে এ ফুল জন্মালেও শীতকালে বেশি দেখা যায। ক্রাউন অফ থর্নস ফুল ছোট, টকটকে রঙ্গিন পাপড়ি, লাল, গোলাপী, হলুদ বা সাদাটে রঙের দেখা যায়।ফুল ছিড়লে সাদামত কষ বের হয়। কাঁটার মুকুট ফুলের প্রায় 2,000 প্রজাতি আছে।
ইতিহাসে বলে-- যীশু খ্রিস্টের জন্মের অনেক আগে এই গাছ মাদাগাস্কার থেকে আরব ভুখণ্ডে এসেছে। গ্রিক চিকিৎসক ইউফোরবাসের প্রতি সম্মান স্বরূপ এই উদ্ভিদ গণের নাম রাখা হয়েছে ইউফোরবিয়া। মাদাগাস্কারের পূর্ব দিকে ভারত মহাসাগরে অবস্থিত ফরাসি দ্বীপ লা রিইউনিয়নের গভর্নর ব্যারোঁ মিলিয়ঁস (Baron Milius) ১৮২১ সালে এই গাছটির সাথে ফরাসিদের পরিচয় করান। পরে তার নাম অনুসারে এর নাম রাখা হয় ইউফোরবিয়া মিলি (Euphorbia milli)। মাদাগাস্কারের স্থায়ী বাসিন্দা হলেও আমাদের দদেশের কেরালা এই গাছ পাওয়া যায় খুব বেশি পরিমাণে। কথিত আছে, কেরালায় যে ইহুদিরা বাস করেন বা করতেন তারা ইসরায়েল থেকে কাঁটামুকুট ভারতে এনেছেন।
তবে Christ Thorns নাম হওয়ার পেছনে বড়ো কারণ হলো যীশুকে ক্রুসবিদ্ধ করার সময় মাথায় এইরকম কাঁটাজাতীয় একটা মুকুট পরানো হয়েছিলো, যেটা বস্তুত খুব যন্ত্রণাদায়ক।
মাদাগাস্কার দ্বীপের স্থানীয় এ ফুলটি বাগানের শোভাবর্ধনের জন্য সারা পৃথিবীজুড়ে বর্তমানে ব্যাপকভাবে চাষ করা হয়ে থাকে।কাঁটার মুকুট উদ্ভিদটির পাতা উপবৃত্তাকার আকৃতির আর কান্ড ঘন বেগুনি বাদামী খুব তীক্ষ্ণ, কাঁটার দ্বারা আচ্ছাদিত। শাখা-প্রশাখা কম বর্ধনশীল, অরণ্যময় গুল্ম, সারা বছর ধরে এ ফুল জন্মালেও শীতকালে বেশি দেখা যায। ক্রাউন অফ থর্নস ফুল ছোট, টকটকে রঙ্গিন পাপড়ি, লাল, গোলাপী, হলুদ বা সাদাটে রঙের দেখা যায়।ফুল ছিড়লে সাদামত কষ বের হয়। কাঁটার মুকুট ফুলের প্রায় 2,000 প্রজাতি আছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন