ছেলেবেলায় পথের ধারে বা রেল লাইনের ধারে ধারে দেখতাম ঘন সবুজ ঝোপ গাছ আর তার ওপর তারার মত বিভিন্ন রঙের অসংখ্য ফুল । এত অপূর্ব তার রং,রূপ ,..... অযত্নে অবহেলায় ফুটে আছে ,....... কি ফুল এটা ,নাম জানিনা, পাতায় ও ফুলে তীব্র ঝাঁঝালো বুনো গন্ধ। আমি মনে মনে ভেবে নিলাম তুলসী গাছের মতো ঝাঁঝালো গন্ধ ,তাহলে বোধহয় এটা বনতুলসী।
পরে জানলাম এই বন্য-সুন্দরীর একটা মিষ্টি নাম আছে ,পুটুস-ছত্রা।ইনি আসলে বিদেশিনী,ক্রান্তীয় আমেরিকার প্রজাতি।
মনে মনে গেয়ে উঠলাম "আমি চিনি গো চিনি তোমারে ওগো বিদেশিনী ",......
ফুলের নাম- ল্যান্টানা, ছত্রা, পুটুশ
বৈজ্ঞানিক নাম- Lantana camara
পরিবার- Verbenaceae
ক্রান্তীয় আমেরিকার প্রজাতি। রেলপথের পাশে, চা বাগানে ও বন-জঙ্গলে অঢেল। লতান ধরণের চিরসবুজ ঝোপ, কাঁটাভরা, অনেক ডালপালা, ৬০ সেমি থেকে ২মি উঁচু। পাতা ডিম্বাকার বা আয়তাকার, ২.৫-৪ সেমি লম্বা, রুক্ষ, তীব্রুগন্ধী, কিনার দন্তর। প্রায় সারাবছরই ফুল, পাতার কোলে ও ডাঁটার আগায় ছোট ছোট ছত্রাকার থোকায় সাদা, গোলাপী, লাল, বেগুনী ফুল। সময়ের সঙ্গে ফুলের রঙ বদলায়। ফল গুচ্ছবদ্ধ, গোল, কালো। বীজ ও কলমে চাষ।
খাটো গাছের হলুদ ফুলের একটি ভ্যরাইটি আছে। এছাড়া কাঁটাহীন গড়ান ও বেগুনী ফুলের ভ্যারাইটি আছে।
তথ্যসূত্র- ফুলগুলি যেন কথা
ছবি- গুগল ,ও অনির্বান মুখার্জী
পরে জানলাম এই বন্য-সুন্দরীর একটা মিষ্টি নাম আছে ,পুটুস-ছত্রা।ইনি আসলে বিদেশিনী,ক্রান্তীয় আমেরিকার প্রজাতি।
মনে মনে গেয়ে উঠলাম "আমি চিনি গো চিনি তোমারে ওগো বিদেশিনী ",......
বৈজ্ঞানিক নাম- Lantana camara
পরিবার- Verbenaceae
ক্রান্তীয় আমেরিকার প্রজাতি। রেলপথের পাশে, চা বাগানে ও বন-জঙ্গলে অঢেল। লতান ধরণের চিরসবুজ ঝোপ, কাঁটাভরা, অনেক ডালপালা, ৬০ সেমি থেকে ২মি উঁচু। পাতা ডিম্বাকার বা আয়তাকার, ২.৫-৪ সেমি লম্বা, রুক্ষ, তীব্রুগন্ধী, কিনার দন্তর। প্রায় সারাবছরই ফুল, পাতার কোলে ও ডাঁটার আগায় ছোট ছোট ছত্রাকার থোকায় সাদা, গোলাপী, লাল, বেগুনী ফুল। সময়ের সঙ্গে ফুলের রঙ বদলায়। ফল গুচ্ছবদ্ধ, গোল, কালো। বীজ ও কলমে চাষ।
খাটো গাছের হলুদ ফুলের একটি ভ্যরাইটি আছে। এছাড়া কাঁটাহীন গড়ান ও বেগুনী ফুলের ভ্যারাইটি আছে।
তথ্যসূত্র- ফুলগুলি যেন কথা
ছবি- গুগল ,ও অনির্বান মুখার্জী
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন