"এই পৃথিবীতে এক স্থান আছে— সবচেয়ে সুন্দর করুণ:
সেখানে সবুজ ডাঙা ভ’রে আছে মধুকূপী ঘাসে অবিরল;
সেখানে গাছের নাম : কাঁঠাল, অশ্বথ, বট, জারুল, হিজল;
সেখানে ভোরের মেঘে নাটার রঙের মতো জাগিছে অরুণ"
— জীবনানন্দ দাশ —
ফুলের নাম- হিজল
বৈজ্ঞানিক নাম- Barringtonia acutangula
পরিবার- Lecythidaceae
মাঝারি আকারের ডালপালা ছড়ানো দীর্ঘজীবী গাছ। সংস্কৃত নাম নিচুল। এ ছাড়া জলন্ত, নদীক্রান্ত নামেও হিজল গাছ পরিচিত।
বাকল ঘন ছাই রঙের ও পুরু। হিজলের বিষাক্ত অংশ হলো ফল, যা মারাত্মক বমনকারক। হিজল গাছের আদি নিবাস দক্ষিণ এশিয়া, মালয়েশিয়া ও অস্ট্রেলিয়া। সাধারণত জলজ, কাদা-মাটিতে এই গাছ জন্মায় । বীজ থেকে গাছ হয়। উচ্চতা ১০ থেকে ১৫ মিটার। হালকা গোলাপি রঙের ১০-১২ সেমি লম্বা পুষ্পদণ্ডের মাঝে অসংখ্য ফুল ঝুলন্ত অবস্থায় ফোটে। গভীর রাতে ফুল ফোটে, সকালে ঝরে যায়। ফুলে একধরনের মিষ্টি মাদকতাময় গন্ধ আছে।
'Life isn't about waiting for the storm to pass...It's about learning to dance in the rain.'-Vivian Greene
হিজল গাছের প্রাণশক্তি প্রবল। বন্যার জল কিংবা তীব্র খরাতেও টিকে থাকে। এমনকি জলের নিচে কয়েক মাস নিমজ্জিত থাকলেও হিজলগাছ বেঁচে থাকে। তাই সুন্দরবনের হাওর অঞ্চলে এ গাছের ডাল মাছের অভয়রাণ্য তৈরিতে ব্যবহৃত হয়।
তথ্যসূত্র- উইকিপিডিয়া
ছবি-গুগল সৌজন্যে
বৈজ্ঞানিক নাম- Barringtonia acutangula
পরিবার- Lecythidaceae
মাঝারি আকারের ডালপালা ছড়ানো দীর্ঘজীবী গাছ। সংস্কৃত নাম নিচুল। এ ছাড়া জলন্ত, নদীক্রান্ত নামেও হিজল গাছ পরিচিত।
বাকল ঘন ছাই রঙের ও পুরু। হিজলের বিষাক্ত অংশ হলো ফল, যা মারাত্মক বমনকারক। হিজল গাছের আদি নিবাস দক্ষিণ এশিয়া, মালয়েশিয়া ও অস্ট্রেলিয়া। সাধারণত জলজ, কাদা-মাটিতে এই গাছ জন্মায় । বীজ থেকে গাছ হয়। উচ্চতা ১০ থেকে ১৫ মিটার। হালকা গোলাপি রঙের ১০-১২ সেমি লম্বা পুষ্পদণ্ডের মাঝে অসংখ্য ফুল ঝুলন্ত অবস্থায় ফোটে। গভীর রাতে ফুল ফোটে, সকালে ঝরে যায়। ফুলে একধরনের মিষ্টি মাদকতাময় গন্ধ আছে।
'Life isn't about waiting for the storm to pass...It's about learning to dance in the rain.'-Vivian Greene
হিজল গাছের প্রাণশক্তি প্রবল। বন্যার জল কিংবা তীব্র খরাতেও টিকে থাকে। এমনকি জলের নিচে কয়েক মাস নিমজ্জিত থাকলেও হিজলগাছ বেঁচে থাকে। তাই সুন্দরবনের হাওর অঞ্চলে এ গাছের ডাল মাছের অভয়রাণ্য তৈরিতে ব্যবহৃত হয়।
তথ্যসূত্র- উইকিপিডিয়া
ছবি-গুগল সৌজন্যে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন