সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৬

চড়ুইপাখি

আজ একটু পাখির কথা বলি,নগরায়নের সাথে সাথে আমরা বেশ কিছু জিনিস হারাতে বসেছি, চড়ুইপাখি হলো তাদের মধ্যে একটি। ছেলেবেলায় দেখেছি বাড়ির ঘুলঘুলিতে,কড়িকাঠে বাগানের গাছের ঝোপে কত পাখির বাসা,...... ভোরবেলা ,বা দুপুরে বড়রা ঘুমিয়ে পড়লে চেয়ার এর ওপর চেয়ার তুলে তার ওপর উঠে দেখতাম, বাসায় ডিম্ পারলো কি না বা ডিম্ ফুটে বাছা হলো কি না।  আজকের বাচ্ছারা এসব জানতেই শিখলো না,আমরা কেড়ে নিয়েছি ওদের শৈশব ,ওদের দুপুরবেলা,.............. হারিয়েছি কত গাছ,কত ফুল,কত সম্পর্ক,...............
" চড়ুই চড়ুই চড়ুইটি ফুরুত ফুরুত ওরে
কড়ি কাঠের ফোকোর থেকে বেরিয়ে সে কোন ভোরে 
কোথায়ে যে যায়ে জানি, কি ইচ্ছে করে সঙ্গ, নি কেমন করে উঠি
বড্ড উচু কাছে পিঠে নেই মই কি খুঁটি"


চড়াই বা চড়ুই যেকোন লোকালয়ের আশেপাশে একটি সুপরিচিত পাখি। এরা জনবসতির মধ্যে থাকতে ভালোবাসে তাই এদের ইংরাজি নাম হাউস স্প্যারো অর্থাৎ "গৃহস্থালির চড়াই"। খড়কুটো, শুকনো ঘাস পাতা দিয়ে এরা কড়িকাঠে, কার্নিশে বাসা বাঁধে। সমস্ত দিন এরা লাফিয়ে বেড়িয়ে মাটি থেকে পোকামাকড় শস্য খুঁটে খায়। ।

পৃথিবীতে মোট ৪৮ প্রজাতির চড়ুই দেখতে পাওয়া যায়। জীববিজ্ঞান অনুযায়ী এদের পরিবার ১১টি গণে বিভক্ত। "গৃহস্থালির চড়ুই" এদের মধ্যে সবচেয়ে সুপরিচিত। এদের আদি নিবাস ছিল মূলত ইউরেশিয়া ও আফ্রিকা মহাদেশ। তবে বর্তমানে ইউরোপ থেকে গিয়ে জনবসতি স্থাপনের মধ্য দিয়ে এরা উত্তর আমেরিকা, অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ডেও ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন