"তোমার নীল-দোপাটি চোখ,শ্বেত-দোপাটি হাসি আর খোঁপাটিতে লাল-দোপাটি দেখতে ভালোবাসি "...........
দোপাটি (Dopati)
লাল, গোলাপী, বেগুনী, কমলা, সাদা, ইত্যাদি রঙের হয়ে থাকে এই ফুল। এই ফুলের কোনো গন্ধ নাই, শুধু মাত্র বর্ণ দিয়েই মানুষকে মুগ্ধ করে।দোপাটি গাছের উচ্চতা ১.৫০-২ ফুট বা ৪৫-৬০ সেমি. এর মত ফুল হয়। এর কান্ড খুব নরম এবং গাছ বেশ ঝোপালো হয়।
ইংরেজীতে একে বলা হয় ”টাচ-মি-নট” কারণ এর পরিপক্ক ফল ছুঁয়ে দিলেই ফেটে গিয়ে ছোট সরষে দানার মত বীজ গুলো বের হয়ে আসে।
দোপাটি বর্ষাকালীন ফুল। বর্ষার ভেজা মাটিতে এটি জন্মায়। উদ্ভিদটি লম্বায় ১৮ ইঞ্চি হয়। কান্ড রসপূর্ণ, নরম ও ভংগুর হয়।পাতার কিনারা হালকা কাঁটা যুক্ত খাঁজ বিদ্যমান।
দোপাটি (Dopati)
লাল, গোলাপী, বেগুনী, কমলা, সাদা, ইত্যাদি রঙের হয়ে থাকে এই ফুল। এই ফুলের কোনো গন্ধ নাই, শুধু মাত্র বর্ণ দিয়েই মানুষকে মুগ্ধ করে।দোপাটি গাছের উচ্চতা ১.৫০-২ ফুট বা ৪৫-৬০ সেমি. এর মত ফুল হয়। এর কান্ড খুব নরম এবং গাছ বেশ ঝোপালো হয়।
ইংরেজীতে একে বলা হয় ”টাচ-মি-নট” কারণ এর পরিপক্ক ফল ছুঁয়ে দিলেই ফেটে গিয়ে ছোট সরষে দানার মত বীজ গুলো বের হয়ে আসে।
দোপাটি বর্ষাকালীন ফুল। বর্ষার ভেজা মাটিতে এটি জন্মায়। উদ্ভিদটি লম্বায় ১৮ ইঞ্চি হয়। কান্ড রসপূর্ণ, নরম ও ভংগুর হয়।পাতার কিনারা হালকা কাঁটা যুক্ত খাঁজ বিদ্যমান।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন