ফুলটির বাংলায় নাম - পর্তুলেকা।এর আদি নিবাস ধরা হয় আর্জেনটিনা, দক্ষিন ব্রাজিল, উরুগুয়ে কে। এটি নির্দিষ্ট সময় ফোটে বলে এটাকে Time Flower বলেও ডেকে থাকে।অনেকে একে নটামনি বলেও ডাকে। যে নামেই ডাকা হোকে না কেন এটি একটি সুন্দর ফুল।
এটি একটা বর্ষজীবি উদ্ভিদ। এটি সাধারনত ৩০ সেঃ মিঃ পর্যন্ত লম্বা হয় এবং বিভিন্ন রং এর ফুল দেখা যায় তার মধ্যে লাল, সাদা, গোলাপী, বেগুনী রং বেশী দেখা যায়।
অন্যান্য নাম: Moss-rose, Moss-rose Purslane
বৈজ্ঞানিক নাম: Portulaca grandiflora
পরিবার: Portulacaceae
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন