মিনজিরি একটি ফুলের নাম। এর অন্যান্য নামের মধ্যে Siamese Senna, Siamese cassia, Seemia, Kassod উল্লেখযোগ্য বৈজ্ঞানিক নাম Senna siamea এটি Caesalpiniaceae (Gulmohar family) পরিবারের একটি উদ্ভিদ। এটি লম্বায় প্রায় ১৫-২০ মিটার হয়ে থাকে। এর আদি নিবাস ধরা হয় বার্মা, ইন্ডিয়া, ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়াকে।
মাঝারি আকারের, ১২ থেকে ১৪ মিটার উঁচু হয়। চিরসবুজ গাছ। গ্রীষ্ম থেকে শীত
পর্যন্ত ফুল হয়। শরতে বেশি হয়। ডালের আগায় হলুদ ফুলের বড় বড় থোকা
থাকে। গাছটি ভঙ্গুর। বৃষ্টি বাতাসে ভেঙ্গে যায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন