বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৬

ভালোবাসার ফুল দোলনচাঁপা

"দোলে প্রেমের দোলনচাঁপা হৃদয় বাতাসে " ভালোবাসার ফুল
দোলনচাঁপা (Dolonchapa)
বাংলার  অতি পরিচিত একটি ফুল হলো দোলনচাঁপা। বর্ষাকালীন ফুলগুলোর মধ্যে দোলনচাঁপা অনেকেরই খুব পছন্দের। দোলনচাঁপার আয়ু খুব কম সময়ের জন্য হলেও এর মনোলোভা সুগন্ধের কারণে ঘরের কোণে ফুলদানীতে এই ফুল শোভা পায় শৌখিনদের বাড়িতে। দোলনচাঁপার মোট প্রজাতির সংখ্যা প্রায় ৪০টি! সাদা ছাড়াও কোনো কোনোটির রং হলদেটে বা লালচে রঙের হয়। আবার কোনো কোনো ফুলে থাকে গাঢ় হলুদ বা কমলা রঙের ছিটে।
দোলনচাঁপার আদি নিবাস দক্ষিণ-পূর্ব এশিয়া। আরো নিপুণভাবে বলতে গেলে বলা যায়, উত্তর ভারত। উত্তর ভারতের আদিবাসী নারীরা দোলনচাঁপায় খোঁপা এবং ঘর সাজাতে খুবই ভালোবাসেন।
দোলনচাঁপা বহুবর্ষজীবী কন্দজাতীয় উদ্ভিদ। গাছ দেখতে অনেকটা আদা বা হলুদ গাছের মতো। এর নাম Ginger Lily হওয়ার কারণও এটাই! দোলনচাঁপার গাছ ৬ ফুট পর্যন্ত বড় হতে পারে। পাতাগুলো লম্বা এবং গাঢ় সবুজ রঙের। গুচ্ছধরা গাঢ় সবুজ পাতার মাঝে তুষারশুভ্র দোলনচাঁপাকে গর্বিত রানির মতোই দেখায়! বর্ষাকালের বিকেলে এবং সন্ধ্যার দিকে দোলনচাঁপা ফোটে। বর্ষা ঋতুর ফুল হলেও শরত্‍ ঋতুতেও এর দেখা মেলে। ফুল ফোটানো শেষ হলে গাছটি মারা যেতে থাকে। শীতকালে গাছ পুরোপুরি শুকিয়ে যায় এবং কান্ডটি মারা যায়। প্রকৃতির অপার রহস্যময়তার কারণে এই মরা কান্ড থেকেই সৃষ্টি হয় নতুন নতুন কান্ডের। এই কান্ড থেকে গজায় নতুন নতুন গাছ।

অন্যান্য স্থানীয় নাম Butterfly Ginger Lily, White Ginger Lily, Dolan champa
বৈজ্ঞানিক নাম Hedychium coronarium
পরিবার Zingiberaceae

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন