সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৬

প্রজাপতি( তিতলি)

"প্রজাপতি,.......প্রজাপতি ,
         কোথায় পেলি ভাই 
               এমন রঙিন পাখা "............


প্রজাপতি লেপিডোপ্টেরা বর্গের অন্তর্গত এক ধরণের কীট। এদের শরীর উজ্জ্বল রঙের এবং এরা দেখতে অত্যন্ত আকর্ষণীয়। প্রজাপতির বেশিরভাগ প্রজাতিই দিবাচর বলে এরা সহজেই নজর কাড়ে। এদের মাথায় প্রায় গোলাকার পুঞ্জাক্ষী রয়েছে। প্রজাপতির ১০ খন্ডে গঠিত দেহ আকৃতিতে অনেকটা বেলনের মত।
     প্রজাপতি আমার খুব প্রিয়,আমার মেয়ে তিতলিরও ,আমার ধারণা সবারই ,আমাদের ওঙ্কার ধামে বেশ কিছু প্রজাপতি আছে, ওদের চঞ্চলতা ও সৌন্দর্যে মুগ্ধ হই ,তাই আমার মেয়ের নাম ও তিতলি।

     তিতলি,......আমার সোনা মা, তোর প্রিয় প্রজাপতিদের সাথেই ভালো থাকিস,..............
" এতো আনন্দ আয়োজন
          সবই বৃথা তোকে ছাড়া,
                 ভরে থাকুক আমার মুঠো
                       দুই চোখে থাকুক ধারা।"


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন