কলাবতী বা সর্বজয়া (ইংরেজি: saka siri, Indian shot, canna, bandera, chancle, coyol, platanillo), (মারাঠী ভাষায়: Kardal करदळ) (সংস্কৃত: vankelee वनकेळी, sarvajaya सर्वजया) (বৈজ্ঞানিক নাম: Canna indica) হচ্ছে কানাসি পরিবারভুক্ত এবং Canna
গণভুক্ত একপ্রকার উদ্ভিদ। এদের আদিভূমি হচ্ছে ক্যারিবীয় অঞ্চল ও আমেরিকার
ক্রান্তীয় অঞ্চল। এটি বাগানের সৌন্দর্য-ফুল হিসবেও ব্যাপকভাবে লাগানো
হয়। এটি বহুবর্ষজীবি উদ্ভিদ। লম্বায় এই গাছ জাতভেদে আধ থেকে আড়াই মিটার
পর্যন্ত হয়। এর ফুল ক্লীব জাতীয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন