শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৬

মনে রেখো 'ফরগেট মি নট'

"যদি পুরাতন প্রেম ঢাকা পড়ে যায় নবপ্রেমজালে ।
যদি থাকি কাছাকাছি,
দেখিতে না পাও ছায়ার মতন আছি না আছি-
তবু মনে রেখো" ।।
'ফরগেট মি নট' মিষ্টি নীলরঙা ফুল।বৈজ্ঞানিক নাম : Myosotis sylvatica।নীল ছাড়াও হালকা গোলাপী,বেগুনি রঙ্গের হয়।কোথায় যেন পড়েছিলাম কাউকে এই ফুল উপহার দেওয়ার অর্থ হলো ‘তোমার ওপর নির্ভর করা এবং তোমার কাছ থেকে দূরে না যাওয়া'। ভুলে যেওনা আমায়- কথাটির মাঝে যে আবেদন আছে তা অন্তর দিয়ে অনুভব করলে আমার কথার অর্থ বুঝতে পারবেন।
 এই ফুলটিকে নিয়ে আছে অনেক ইতিহাস। জার্মানির পৌরাণিক কাহিনী থেকে জানা যায়- একবার ঈশ্বর সব উদ্ভিদের নামকরণ করেন শুধু বাকি থেকে যায় ছোট্ট এই ফুল। তখন ফুলটি ঈশ্বরকে কেঁদে বলে- হে প্রভু, ভুলে যেওনা আমায়। তখন ঈশ্বর বললেন- তাহলে আজ থেকে এটাই তোমার নাম। আরেকটি কাহিনীতে পাওয়া যায়- আদম আর হাওয়া যখন ইডেনের বাগান ত্যাগ করে চলে যাচ্ছেন তখন ফুলটি চিৎকার করে বলেছিল- ভুলে যেওনা আমায়। ১৩৯৮ সালে হেনরি-৪ নির্বাসিত হওয়ার প্রাক্কালে এই ফুলকে নিজের প্রতীক হিসেবে গ্রহন করেন।নির্বাসন থেকে ফিরে এসেও ফুলটিকে তার প্রতীক হিসেবে রেখেছিলেন। পঞ্চম শতাব্দীতে জার্মানিতে এই বিশ্বাস প্রচলিত যে এই ফুলকে পরিধানকারীকে তার ভালবাসার মানুষ কখনও ভুলে যাবেনা। পৌরানিক কথা থেকে মধ্যযুগের একটি কাহিনী পাওয়া যায়। একদিন এক বীর তার প্রেমিকাকে নিয়ে নদীর কিনার দিয়ে হেটে যাচ্ছিলেন। তিনি ফুলটি দেখতে পায়ে একগুচ্ছ ফুল তুলতে চাইলেন। কিন্তু তার বর্মের ওজনের কারণে তিনি নদীতে পতিত হলেন।যখন তিনি ডুবে যাচ্ছিলেন তখন প্রেমিকার দিকে ফুলের গুচ্ছটি ছুঁড়ে দিলেন আর চিৎকার করে বললেন- ভুলে যেওনা আমায়। এই নাম প্রেম আর বিচ্ছেদের কাহিনীর সাথে জড়িয়ে আছে। নারীরা বিশ্বাস আর চিরন্তন ভালবাসার প্রতীক হিসেবে এই ফুলটি পরিধান করে। ভালবাসার প্রতীক হিসেবে এই ফুলটি বিয়ের আসরে স্থান পায়। এই ফুলটি কিন্তু আমার খুব ভাল লেগেছে। যদিও বাস্তবে দেখিনি। সত্যিই এর মাঝে কোন আকর্ষন লুকিয়ে আছে। যত দেখি তত ভাল লাগে।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন