রঙ্গন ফুল (Rongon ful)
লাল রঙের রঙ্গন বেশী দেখতে পাওয়া যায়। তবে আরো অনেক রঙের হয়ে থাকে এই ফুল। সারা বছর ফুটে তবে বর্ষাকালে বেশী ফুটে।বাংলার সর্বত্রই দেখা যায় রঙ্গন ফুল। শোভাবর্ধনকারী উদ্ভিদ হিসেবে রঙ্গন অতি জনপ্রিয়। আকর্ষণীয় রূপ ও বর্ণের বৈচিত্র্যে রঙ্গন ঐশ্বর্যমণ্ডিত। তরুরাজ্যে প্রায় সারাবছরই সবুজ পাতার ফাঁকে রঙ্গনের প্রস্ফুটন মানুষ প্রাণভরে উপভোগ করে। ঘন চিরসবুজ গুল্ম জাতীয় রঙ্গন উদ্ভিদ তিন থেকে ছয় মিটার পর্যনত্ম উঁচু হয়। মঞ্জুরিপত্র বিশিষ্ট গাঢ় লালবর্ণের পুষ্প-মঞ্জুরিতে থাকে অসংখ্য পুষ্পের সমাবেশ। পর্যায়ক্রমে থোকা থোকা লাল কমলা ফুলের প্রস্ফুটনের প্রাচুর্যে ও সমারোহে এক অপরূপ সৌন্দর্য নিয়ে সবার দৃষ্টি আকর্ষণ করে রঙ্গন। পাতার ঘন বিন্যাস অপূর্ব। পাতা সরল ও প্রতিমুখ বা আবর্ত, কিনারা অখ-, উপপত্র দুটি বৃনত্মের মাঝে অবস্থিত। ফুল নলাকৃতি, তারার মতো চারটি পাপড়ির বিন্যাস সত্যিই মনোমুগ্ধকর। ‘রম্নবিয়েসি‘ গোত্রভুক্ত রঙ্গন শুধু লাল বর্ণেরই হয় না গোলাপি, হলুদ, কমলা ও সাদা বর্ণেরও হয়।
Hello sir,
উত্তরমুছুনঅশোক গাছ এবং রঙ্গন ফুলের গাছ দেখতে একরকম্। দুটোর মধ্যে পার্থক্যটা বুঝবো কি ভাবে? একটু help করুন please
I'm confused totally.
দুটি গাছের পাতা দেখিয়ে বোঝালে উপকৃত হব।
উত্তরমুছুনধন্যবাদ