রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৬

Bleeding Heart ( রক্তাক্ত হৃদয় )

"যখন আমার ক্লান্ত চরণ ,অবিরত বুকে রক্তক্ষরণ,
     খুঁজে নিয়ে মন নির্জন কোণ কি আর করে তখন ,
             স্বপ্ন দেখে মন ,..................."
Bleeding heart ( রক্তাক্ত হৃদয় )
বৈজ্ঞানিক নামঃ Clerodendrum thomsonae
এটি Lamiaceae পরিবারের একটি উদ্ভিদ
অন্যান্য নামের মধ্যে Bleeding Glory Bower, Bag Flower উল্লেখ যোগ্য।
এর আদি নিবাস ধরা হয় পশ্চিম আফ্রিকাকে।
ফুলটা দেখলে মনে হয় যেন হৃদয় থেকে রক্তক্ষরণ হচ্ছে। এই ব্যাপারটাই ফুলের নামে ফুটে উঠেছে। এই ফুলের বাইরের পাপড়িগুলো গোলক আকৃতির এবং লাল রংয়ের হয়। ভিতরের পাপড়িগুলো চিকন লম্বা ও সাদা হয়।
এই গাছকে ‘ফুল’ গাছ হিসেবে প্রথম দেখানো হয় ইংল্যান্ডে। ১৮৪০ সালে জাপান থেকে আনা চারার মাধ্যমে ইংল্যান্ডে এর গাছ লাগানো হয় আর ফুল ফোটার পর সবাই এর নাম জানতে পারে।বসন্তে বা গ্রীষ্মের শুরুর দিকে এই ফুল ফোটে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন