শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৬

ফুল্লরা( ক্রেব বা ফুরুস ফুল)

কয়েক দশক ধরে চীন থেকে বহু জিনিষ এসেছে আমাদের দেশে ,প্রায় সব কিছুই অত্যন্ত নিম্নমানের। এখন অবস্থাটা এমন হয়েছে,চীনের জিনিস তাড়াতে পারলে বাঁচি,.......... কিন্তু আর মাঝেই কয়েক দশক আগে চীন থেকে আসা একটা জিনিস আমার পরম প্রিয় ,আমার ধারণা আমার মতো অনেকেরই প্রিয় জিনিসটি হলো  ক্রেব বা ফুরুস ফুল।
আগেই বলেছি এই ফুল আমাদের দেশি নয়। পোশাকি নাম ক্রেব বা ফুরুস। কিন্তু আমাদের দেশে ভুল করে এদের চেরি ফুল নামে ডাকা হয়। আদতে আমাদের দেশে চেরি ফুলের কোনো অস্তিত্ব নেই। তবে বিচ্ছিন্নভাবে কেউ কেউ চেরি ফুল ফোটানোর চেষ্টা করেছেন। খুব একটা সফল হননি। বর্ণিত ফুলটি  চীনের প্রজাতি। আমাদের দেশে এসেছে মাত্র কয়েক দশক আগে। বর্ণবৈচিত্র্য, দীর্ঘ প্রস্ফুটন প্রক্রিয়া ও প্রাচুর্যের কারণে অতি অল্প সময়ের মধ্যেই বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।  বর্ষার প্রকৃতিকে মাতিয়ে রাখতে এর কোনো জুড়ি নেই। এ গাছ প্রায় চার মিটার পর্যন্ত উঁচু হতে পারে। গাছটি বেশ শক্ত এবং  ডালপালায় ভরা। পাতার বিন্যাস ঘূর্ণিত এবং দেখতে ডিম্বাকৃতির। সাধারণত সাড়ে তিন থেকে ছয় সেন্টিমিটার পর্যন্ত লম্বা হতে পারে। বর্ষাকালে ডালের আগায় ছোট ছোট ফুলের অনেক বড় বড় থোকা হয়। একেকটি ১৫ থেকে ২০ সেন্টিমিটার লম্বা ও শাখায়িত। এই ফুলের অনেক রঙ_ সাদা, গোলাপি, লাল, বেগুনি।
ফুল তিন সেন্টিমিটার চওড়া এবং কোঁকড়ানো পাপড়ির সংখ্যা ছয়টি। এই ফুল গন্ধহীন হলেও সব রঙ নিয়ে চমৎকার বৈচিত্র্য সৃষ্টি করা যায়। বিদেশি হলেও আমাদের দেশে এরা বেশ মানানসই,এখন আর একে বিদেশি বলে মানি হয়না। আমার মেয়ে তিতলি আর নাম দিয়েছে ফুল্লরা। 

1 টি মন্তব্য: