"বুলবুলি নিরব নার্গিস বনে ঝরা বোনো গোলাপের বিলাপ শোনে"।ফুলের নাম : নার্গিস
ফুলের নাম : নার্গিস,অন্যান্য স্থানীয় নাম : Daffodil, Narcissus, Jonquil, Lent lily, Nargis.
বৈজ্ঞানিক নাম : Narcissus spp.
গ্রীক পুরাণ অনুসারে অতি সুদর্শন এক যুবক ছিল নার্সিসাস।ঊষার দেবী অরোরা তার প্রেমে পড়ে।কিন্তু নার্সিসাস তাকে প্রত্যাখান করে।ক্রোধান্বিত দেবী তাকে অভিশাপ দেন, তার রুপই তার জন্য কাল হবে! একদিন নার্সিসাস সরোবরে জল
পান করতে গিয়ে জলের মধ্যে নিজের প্রতিচ্ছবি দেখে মুগ্ধ হয়!!!ভাবে এত সুন্দর আমি!!!নিজের প্রতি প্রেমাসক্ত হয় সে।ওখানেই নিজের প্রতিচ্ছবির দিকে তাকিয়ে দিন, রাত পার করতে থাকে।এভাবেই একদিন তার মৃত্যু হয়।সে যেখানে মারা যায় সেখান থেকে একটা ফুল গাছ জন্মে যা নার্সিসাস বা নার্গিস নামে পরিচিত।
ফুলের নাম : নার্গিস,অন্যান্য স্থানীয় নাম : Daffodil, Narcissus, Jonquil, Lent lily, Nargis.
বৈজ্ঞানিক নাম : Narcissus spp.
গ্রীক পুরাণ অনুসারে অতি সুদর্শন এক যুবক ছিল নার্সিসাস।ঊষার দেবী অরোরা তার প্রেমে পড়ে।কিন্তু নার্সিসাস তাকে প্রত্যাখান করে।ক্রোধান্বিত দেবী তাকে অভিশাপ দেন, তার রুপই তার জন্য কাল হবে! একদিন নার্সিসাস সরোবরে জল
পান করতে গিয়ে জলের মধ্যে নিজের প্রতিচ্ছবি দেখে মুগ্ধ হয়!!!ভাবে এত সুন্দর আমি!!!নিজের প্রতি প্রেমাসক্ত হয় সে।ওখানেই নিজের প্রতিচ্ছবির দিকে তাকিয়ে দিন, রাত পার করতে থাকে।এভাবেই একদিন তার মৃত্যু হয়।সে যেখানে মারা যায় সেখান থেকে একটা ফুল গাছ জন্মে যা নার্সিসাস বা নার্গিস নামে পরিচিত।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন