বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০১৬

অতসী

ঋষি কাত্যায়নের আশ্রমে যখন দেবতাগণ নিজেদের শরীর থেকে তেজোরশ্মি এক করে এক অপূর্ব কন্যা কে জন্ম দিলেন,তখনও কিন্তু দেবতারা জানেন না যে ইনি কে ! যখন দেবী নিজ মুখে আত্মপ্রকাশ করলেন, তখন দেবতারা মনের আনন্দে দেবী কে নানা অলংকার ও কাপড়-চোপরে সাজাতে লাগলেন।


দুর্গার ধ্যান মন্ত্রে তাঁকে বলা হয়েছে-

"অতসী পুস্পবর্নাভ্যাং"

অর্থাৎ, যাঁর অতসী ফুলের মতো গায়ের রঙ।

আবার অন্যত্র বলা হয়েছে-

"তপ্ত কাঞ্চন বর্নাভ্যাং"

অর্থাৎ, যাঁর গায়ের রঙ আগুনে তাপানো সোনার মতো।




অতসী ফুল / ঝুনঝুনি ফুল
ইংরেজি নামঃ Showy Rattlepod, Greater
rattlepod, Showy crotalaria, Showy rattlebox
বৈজ্ঞানিক নামঃ Crotalaria spectabilis
পরিবারঃ Fabaceae (Pea family)
Synonyms: Crotalaria sericea, Crotalaria
leschenenaulti


 ছোট ৫-৬ ফুট উঁচু উদ্ভিদ। পাতা সবুজ। পুষ্পদন্ডে এক
সাথে অনেক হলুদ ফুল ফোটে।ফুল ঝরে যাবার পর ফল হয় ,ফলগুলি অনেকটা মটরশুটির মতো দেখতে , পরিপক্ক ফলের ভিতর বীজগুলি ঝুন ঝুন করে বাজে , তাই অনেকেই একে ঝুনঝুনি ফুল ও বলে।
হালকা হাওয়ায় অতসী বাগানের ঝুনঝুন আওয়াজ এক অপূর্ব অপার্থিব  সুরমূর্ছনার সৃষ্টি করে।

৪টি মন্তব্য:

  1. এটি অতসী ফুল নয়..........
    অতসী নামের অর্ধ-তৎসম রূপ- সংস্কৃত অতসী>বাংলা তিসি।
    নীল ফুলের জন্য এর অন্য নাম-নীলপুষ্পিকা, নীলপুষ্পী, সুনীলা।
    দুর্গাদেবীর পছন্দের ফুল হিসাবে- এর নাম উমা, দেবী, পার্বতী, হেমবতী।
    মসৃণ করে এই অর্থে সংস্কৃত মসৃণা শব্দ পাওয়া যায়। এর অর্ধ-তৎসম রূপ মসিনা, পিচ্ছিলা।
    যার সুক্ষ্ণ তন্তু হাঁচির উদ্রেক করে, এই অর্থে ক্ষুমা।
    গন্ধে মাদকতা আছে বলে- মদগন্ধা, মদোৎকটা।
    এর বীজ ইংরেজিতে Linseed বলা হয়।

    উত্তরমুছুন
  2. শ্যামল বাবু আপনি বলেছেন এটা অতসী না, আরও অনেক কিছু বলেছেন সেটা অন্য কথা। এবার আপনি একটা অতসী ফুলের ছবি দিন , আমরা শিখি। তবে আমি বলছি এটাই অতসী ফুল।

    উত্তরমুছুন