শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৬

তরুলতা\কুঞ্জলতা


কোন দেশেতে তরুলতা সকল দেশের চাইতে শ্যামল ,
      কোন দেশেতে চলতে গেলে দলতে হয়রে দূর্বা কোমল। ......
তরুলতা বর্ষার শেষে সবুজে ভোরে ওঠে ,ঘন সবুজের মাঝে তারার মতো ছোট্ট লাল ফুল বড়োই সুন্দর।  আমার বিশেষ
পছন্দের  একটি ফুল এই তরুলতা।
কুঞ্জলতা  এক প্রকার লতা জাতিয় উদ্ভিদের ফুল। এর আরও কিছু নাম হলো তরুলতা,তারালতা,গেইট ফুল, সুর্যকান্তি। ইংরেজিতে একে বলে Cypress vine, Cypressvine morning glory, Cardinal creeper, Cardinal climber, Star glory.
কুঞ্জলতা উদ্ভিদের বৈজ্ঞানিক নাম Iponiea quamiclit বা quamoclit pinnata যা Convolvulaceae পরিবারের সদস্য।

এটি পৃথিবীর প্রায় সকল ক্রান্তীয় অঞ্চলে পাওয়া যায়। নেপালী ভাষায় এর নাম জয়ন্তী ফুল।


এই ফুল সকালে ফোটে বলে একে সুর্যকান্তি বলে।পাঁচ কোনা বিশিষ্ট তারকাকৃতি ফুল হয় বলে তারালতা নাম।এটি একবর্ষজীবী লতা ১_৩ মিটার লম্বা হয়।পাতা ২-৯ সেমি লম্বা,গভীরভাবে খন্ডিত, পাতার প্রত্যেক পাশে ৯-১৯ টি করে খন্ড থাকে।এর ফুল ৩-৪ সেমি লম্বা এবং ২ সেমি ব্যাসবিশিষ্ট , মাইক আকৃতির, পাপড়িতে ৫টি সুচালো অগ্রভাগ থাকে।এটি লাল, গোলাপি বা সাদা হয়। ফুল ফোটে গ্রীস্মকালে।ফুল ঝরে গিয়ে ছোট ফল হয়, যাতে কালো বীজ থাকে। বীজ থেকে বংশ বিস্তার হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন