জগৎ: | Plantae |
(শ্রেণীবিহীন): | Angiosperms |
(শ্রেণীবিহীন): | Eudicots |
(শ্রেণীবিহীন): | Asterids |
বর্গ: | Gentianales |
পরিবার: | Apocynaceae |
গণ: | Allamanda |
প্রজাতি: | A. cathartica |
Allamanda cathartica |
রৌদ্রকরোজ্জ্বল দিনে এটি সবচেয়ে ভালভাবে ফোটে।জল জমে থাকেনা এমন মাটিতে এটি ভাল জন্মে। এটি অনেকটা লতা জাতীয় গাছ, তাই বেড়া বা লাঠিতে ভর দিয়ে এটি বেড়ে ওঠে। ছেটে দিলে এটি গুল্ম হিসেবেও বেড়ে উঠতে পারে। না ছাটলে এটি ২০ ফুট পর্যন্ত লম্বা হতে পারে। বড় আকারের হলুদ ফুলটি দেখতে খুবই সুন্দর, এছাড়াও সাদা, হালকা বেগুনী ও আরও কয়েকটি রঙের হয়। আদিভূমি ব্রাজিল হলেও আজ অলকানন্দা এর সৌন্দর্যের জন্য বাঙালীর প্রাণের সাথে মিশে গেছে। ওঙ্কার ধামে ফোটা কয়েকটি অ্যালামন্ডা বা অলকানন্দার ছবি দিলাম।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন