"স্মরণচিহ্ন কত যাবে উন্মুলে মোর দেয়া নাম লেখা থাক ওর ফুলে মধুমঞ্জরীলতা"
-----রবীন্দ্রনাথ ঠাকুর
এই ফুলের নাম নিয়ে অনেক বিভ্রান্তি। এই ফুল একেক জনের কাছে একেক নামে পরিচিত। সবচেয়ে প্রচলিত ভুলটি হচ্ছে আমরা একে মাধবীলতা নামে ডাকি। আসলে এর কোনো বাংলা নাম ছিলো না। শেষ পর্যন্ত রবীন্দ্রনাথ মধুমঞ্জরী লতা নাম দিয়ে গাছটিকে আপন করে নিলেন।
"স্মরণচিহ্ন কত যাবে উন্মুলে মোর দেয়া নাম লেখা থাক ওর ফুলে মধুমঞ্জরীলতা"
এর অপূর্ব রূপ আর 'মধুগন্ধেভরা ' প্রাণ আমার বড়ো প্রিয়।
ফুলের নাম- মধুমঞ্জরী লতা, মধুমালতী, মাধুরীলতা
বৈজ্ঞানিক নাম- Quisqualis indica
অন্যান্য নাম- রঙ্গন কা বেল, রেঙ্গুন ক্রিপার মালয়শীয় প্রজাতি। কাষ্ঠলতা, পত্রমোচী। বাড়ির ফটক বা ঘরের উপর বেশ জাকিয়ে বসে। শীতে পাতা কমে যায়। সাদা ও লাল থোকা থোকা ফুল। পাপড়ির নলটি বেশ লম্বা। বছরে কয়েক দফা ফুল ফোটে। ঘন সবুজ পাতার মাঝখানে ঝুলন্ত সাদা-লাল ফুল সহজেই দৃষ্টি আকর্ষণ করে। সন্ধ্যায় নতুন ফুল ফোটে আর হালকা সুবাস ছড়ায়।
এই বন্য-সুন্দরী বিশেষ যত্নের প্রত্যাশী নয় ,সন্ধ্যার মুখে সাদা রঙের ফুল ফোটে ,পরদিন সকালে রোদের ছোঁয়া পেতেই লাল হয়ে যায়। একই থোকায় আগের দিনের ফোটা লাল ফুল আর সদ্য ফোটা সাদা ফুল মৃদু সুবাস ছড়িয়ে যেন বলতে থাকে ,"ভালোবাসি ভালোবাসি "
তথ্য সহায়তা :-গুগল
-----রবীন্দ্রনাথ ঠাকুর
ছবি :-দেবাশীষ চ্যাটার্জী |
এই ফুলের নাম নিয়ে অনেক বিভ্রান্তি। এই ফুল একেক জনের কাছে একেক নামে পরিচিত। সবচেয়ে প্রচলিত ভুলটি হচ্ছে আমরা একে মাধবীলতা নামে ডাকি। আসলে এর কোনো বাংলা নাম ছিলো না। শেষ পর্যন্ত রবীন্দ্রনাথ মধুমঞ্জরী লতা নাম দিয়ে গাছটিকে আপন করে নিলেন।
"স্মরণচিহ্ন কত যাবে উন্মুলে মোর দেয়া নাম লেখা থাক ওর ফুলে মধুমঞ্জরীলতা"
এর অপূর্ব রূপ আর 'মধুগন্ধেভরা ' প্রাণ আমার বড়ো প্রিয়।
ফুলের নাম- মধুমঞ্জরী লতা, মধুমালতী, মাধুরীলতা
বৈজ্ঞানিক নাম- Quisqualis indica
ছবি:- শ্রী মুখার্জী |
অন্যান্য নাম- রঙ্গন কা বেল, রেঙ্গুন ক্রিপার মালয়শীয় প্রজাতি। কাষ্ঠলতা, পত্রমোচী। বাড়ির ফটক বা ঘরের উপর বেশ জাকিয়ে বসে। শীতে পাতা কমে যায়। সাদা ও লাল থোকা থোকা ফুল। পাপড়ির নলটি বেশ লম্বা। বছরে কয়েক দফা ফুল ফোটে। ঘন সবুজ পাতার মাঝখানে ঝুলন্ত সাদা-লাল ফুল সহজেই দৃষ্টি আকর্ষণ করে। সন্ধ্যায় নতুন ফুল ফোটে আর হালকা সুবাস ছড়ায়।
এই বন্য-সুন্দরী বিশেষ যত্নের প্রত্যাশী নয় ,সন্ধ্যার মুখে সাদা রঙের ফুল ফোটে ,পরদিন সকালে রোদের ছোঁয়া পেতেই লাল হয়ে যায়। একই থোকায় আগের দিনের ফোটা লাল ফুল আর সদ্য ফোটা সাদা ফুল মৃদু সুবাস ছড়িয়ে যেন বলতে থাকে ,"ভালোবাসি ভালোবাসি "
তথ্য সহায়তা :-গুগল
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন