বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৬

রাধাচূড়া

"সজনি সজনি রাধিকা লো ,দেখ অবহুঁ চাহিয়া 
মৃদুলগমন শ্যাম আওযে।.. মৃদুল গান গাহিয়া ।।
পিনহ ঝাটিত কুসুমহার ,পিনহ নীল আঙিয়া। 
সুন্দরী সিঁদূর দেকে সিঁথি করহ রাঙিয়া।।
 
কৃষ্ণ চূড়া আমাদের একটা ফুল আগে থেকেই আছে, সেই সাথে আছে রাধা চূড়া ফুলও... কিন্তু দুইটা ফুল দেখতে হুবহু একই রকম হওয়াতে আমরা খুব সহজেই একে আলাদা করতে পারিনা... কিন্তু সামান্য লক্ষ্য করলেই কিন্তু এদেরকে সনাক্ত করা খুব সহজ হয়... রাধাচূড়া ফুলের গাছ ছোট আকারের হয়, আর রং হয় হলুদ, লাল... অনেক সময় একই গাছে লাল হলুদ দুই রঙের ফুলই দেখা যায়... অন্য দিকে কৃষ্ণচূড়া ফুলের গাছ অনেক বড় আকারের হয়... ফুলের রংটাও হয় টকটকে লাল, আর এক সাথে সমস্ত গাছে অনেক ফুল আসে... রাধাচূড়া গাছে ফুল আসে অনেক কম।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন