কলকে (Kolke)
কল্কের মতন দেখতে, তাই কলকে ফুল... এছাড়া আরো কয়েকটা নাম আছে, যেমন করবী, হলদে করবী, প্রভৃতি... হলুদ রঙের এই ফুল দেখতে সুন্দর, কিন্তু ফলটা হয় আবার বিষাক্ত... হালকা মিষ্টি গন্ধ যুক্ত এই ফুল দক্ষিন আমেরিকা অঞ্চলের ফুল... কিন্তু আমাদের দেশের আবহাওয়ায় এই ফুল অনেক সহজেই মানিয়ে নিয়েছে... রাস্তার পাশে, অথবা বাড়ির বাগানে এই ফুল প্রায়ই দেখা যায়... বাংলায় চিরল বলে একটা কথা আছে... মনে হয় এই গাছের পাতাকে চিরল বলাই চলে...
কল্কের মতন দেখতে, তাই কলকে ফুল... এছাড়া আরো কয়েকটা নাম আছে, যেমন করবী, হলদে করবী, প্রভৃতি... হলুদ রঙের এই ফুল দেখতে সুন্দর, কিন্তু ফলটা হয় আবার বিষাক্ত... হালকা মিষ্টি গন্ধ যুক্ত এই ফুল দক্ষিন আমেরিকা অঞ্চলের ফুল... কিন্তু আমাদের দেশের আবহাওয়ায় এই ফুল অনেক সহজেই মানিয়ে নিয়েছে... রাস্তার পাশে, অথবা বাড়ির বাগানে এই ফুল প্রায়ই দেখা যায়... বাংলায় চিরল বলে একটা কথা আছে... মনে হয় এই গাছের পাতাকে চিরল বলাই চলে...
কলকে গাছের ছাল ,ফল ও বীজ খুবই বিষাক্ত, বাড়িতে এই গাছ থাকলে বাচ্ছাদের সাবধানে রাখাই বাঞ্ছনীয়। দক্ষিন আমেরিকা অঞ্চলের ফুল হলেও কলকে আজ বাংলার ফুল বলেই বিবেচিত হয়। কলকে হলুদ,সাদা ও হালকা গোলাপি রঙ্গের ও হয়।
Scientific Name: Thevetia peruviana
Family: Apocynaceae
Common name: Mexican oleander, Yellow Oleander, Lucky Nut
Scientific Name: Thevetia peruviana
Family: Apocynaceae
Common name: Mexican oleander, Yellow Oleander, Lucky Nut
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন