সাদা অপরাজিতা (White Butterfly Pea)
অপরাজিতা সাধারণত গাঢ় নীল রঙের ফুল,তাই এর আর এক নাম নীলকণ্ঠ , কিন্তু নিচের দিকটা (এবং ভেতরটা) সাদা- কখনো বা একটু হলদে আভাস দেখা যায়।সাদা, নীল এবং কখনো কখনো বেগুনি রঙের দেখা যায়,সাদা অপরাজিতার একটা মিষ্টি নাম আছে,মহেশ্বেতা । বহুবর্ষজীবি লতাজাতীয় উদ্ভিদ অপরাজিতা প্রায় ২০ ফুট লম্বা হয়। সারা বছরই ফুল ফোটে। প্রতিটি পাতায় দুই বা তিন জোড়া গোলাকার পাতা থাকে। ফুলে কোনো গন্ধ নেই।বাংলায় অনেক ফুল আছে,কিন্তু এই ফুলটি তার রূপে গুনে সত্যিই অপরাজিতা।
ইংরেজি নামঃ Butterfly Pea
বৈজ্ঞানিক নাম: Clitoria ternatea
প্রজাতি (Family): Fabaceae
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন