"নাই আমাদের কনকচাঁপার কুঞ্জ,
বনবীথিকায় কীর্ণ বকুলপুঞ্জ।
হঠাৎ কখন্ সন্ধ্যাবেলায়
নামহারা ফুল গন্ধ এলায়,
প্রভাতবেলায় হেলাভরে করে
অরুণকিরণে তুচ্ছ
উদ্ধত যত শাখার শিখরেরডোডেন্ড্রন্ গুচ্ছ।"
ফুলের নাম:রডোডেন্ড্রন/Rhododendron
বৈজ্ঞানিক নাম:Rhododendron ferrugineum L.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন